Sunday, October 24, 2021

কিভাবে ব্লগে পোস্ট করবেন।ব্লগার দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন...। (পর্ব-2)

 

ব্লগার দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন পর্ব-2

ব্লগে পোস্ট করার জন্য প্রথমে ব্লগারে login করে নিন।
তারপর new post এ ক্লিক করুন
ক্লিক করার পর নিচের মতো একটি পেজ দেখতে 
পাবেন ।সেখানে post title এর স্থানে আপনি আপনার 
পোস্টের টাইটেল দিন।এবং খালি অংশ হতে লিখা 
আরম্ভ করুন

পোস্ট লিখা শেষ হলে ডান দিকে অনেক গুলো অপশন
 দেখতে পাবেন।্সেখান থেকে Labels  এ ক্লিক করে
 পোস্ট এর Labels যুক্ত করে দিন।আপনি একাদিক 
লেভেল যুক্ত করতে  চান তাহলে কমা (,)দিতে হবে
Schedule  দুটি অপশন পাবেন।আপনি যদি কাস্টম
 Date and Time সেট করতে চান তাহলে
Set date and Time সিলেক্ট করে কাস্টম 
Date and Time সেট করতে পারবেন। 
আপনি পোস্টের কাস্টম লিংক তৈরী করতে চাইলে
  permalink এ ক্লিক  করে custom permalink 
সিলেক্ট    custom permalink  তৈরী করতে পারবেন 


 লোকেশন যুক্ত করতে চাইলে location এ গিয়ে  
 location যুক্ত করতে পারবেন
পোস্টের মধ্যে ভিজিটরের  কমেন্ট  অন কিংবা 
অফ করতে চাইলে Option এ ক্লিক করে করতে 
পারবেন

আপনি যদি আমাদের ব্লগ সিরিজের পোস্ট গুলো মিস করে থাকেন তাহলে নিচে লিংকে গিয়ে পড়তে পারবেন।
 
সাথে থাকোন।

No comments:

Post a Comment

Deoband ne Islam ka Parcham Duniya me lehraya hai lyrics

Deoband ne Islam ka Parcham Duniya me lehraya hai lyrics     Deoband Ne Islam Ka Parcham Duniya Me Lehraya He... Zulm O Sitam K Daur K Andar...