ফেসবুক পেইজে ভিডিও অপলোড করে টাকা আয় করুন ফেসবুক ভিডিও মনিটাইজ করে
অনেকে হয়তো টাইটেল দেখে অবাক হয়ে গেছেন আর ভাবছেন ফেসবুকে ভিডিও আপলোড করে
আবার টাকা ইনকাম করা যায়? আপনি এরকম ভেবে থাকেলে তার উত্তর হলো এখন থেকে
ফেসবুকে ভিডিও আপলোড করে ইউটিউবের মতো টাকা ইনকাম করতে পারবেন।আর ফেসবুকের
এই নতুন আপডেট Pograme এর নাম হলো Facebook Watch Pograme.এই pograme অংশ
নিয়ে আপনি আপনার ফেসবুক পেইজকে মনিটাইজ করতে পারবেন
ফেসবুক থেকে আয় করেত কি লাগবে
ফেসবুক থেকে আয় করতে আপনার একটি ফেসবুক পেইজ লাগবে কিভাবে পেইজ তৈরী করতে হয় না জানলে এখান থেকে জেনে নিন।আর আপনার পূর্বের কোনো পেইজ থাকলে সেটিও মনিটাইজ করতে পারবেন।
পেইজ মনিটাইজ করতে কি কি প্রয়োজন
ইউটিউব চ্যানেল মনিটাইজ করেত যেমন ,এক বছরে এক হাজার সাবস্ক্রাইব এবং
চারহাজার ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন ঠিক তেমনি।ফেসবুক পেইজ মনিটাইজ করতে ৫টি
জিনিস আপনার পেইজে থাকা লাগবে
- পেইজ মনিটাইজেসন করার জন্য আপনার আপলোড করা ভিডিও প্রতিটি ভিডিও তিন মিনিটের বেশি হতে হবে।
- আপনার ফেসবুক পেইজে দশ হাজারের বেশি ফলোয়ার বা লাইক হতে হবে।
- আপনার পেইজের সবগুলো ভিডিও এর একসাথে ত্রিশ হাজার ভিউস থাকতে হবে।তবে কোনো ভিউয়ার্ছ যদি আপনার ভিডিও এক মিনিটের কম সময় দেখে তাহলে সেই ভিউ কাউন্ট হবে না।
- সব গুলো ভিডিও আপনার নিজের হতে হবে।
No comments:
Post a Comment