ব্লগার দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন পর্ব-১

ব্লগার দিয়ে আপনি চাইলে খুব সহজে তৈরী করতে পারবেন নিজের ব্লগ।এজন্য আপনার একটি জিমেইল আইডি লাগবে।আপনার যদি পূর্বে‌ কোনো জিমেইল আইডি থাকে তাহলে নতুন কোনো আইডি লাগবে না ।আর যদি না থাকে তাকে তাহলে gmail.com এ গিয়ে একটি তৈরী করে নিন।


কিভাবে ব্লগ তৈরী করবেন 

  • ব্লগ তৈরী করার জন্য প্রথমে চলে যান বblogger.com এ অথবা এখানে ক্লিক করুন
  • এখন আপনি আপনার  gmail আইডি দিয়ে সাইনিন করে নিন 
  • এখন আপনি create new blog লিখাটি দেখতে পাবেন সেটিতে ক্লিক করুন
  • ক্লিক করার পর একটি pup-up window ওপেন হবে সেখানে আপনি টাইটেলে এর বক্সে ব্লগের টাইটেল দিন এবং address এর  বক্সে ব্লগের URL দিন যেই লিংকের মাধ্যমে মানুষ আপনার ব্লগে ভিজিট করবে 
  • এরপর ব্লগের জন্য একটি তিম সিলেক্ট করে create blog এ ক্লিক করুন
আপনার ব্লগ তৈরী করা হয়ে গেছে 
কিভাবে ব্লগে পোস্ট করবেন জানতে এখানে ক্লিক করুন
কিভাবে ব্লগের জন্য adsense এর জন্য আবেদন করবেন।