Sunday, October 24, 2021

হতাশায়


 ২২-২৮ বছর এই বয়সটা খুব অদ্ভুত একটা সময়। 


এই সময়ে দেখবেন কারো বিয়ে হয়ে যাচ্ছে, কেউ জীবন নিয়ে খুব স্ট্রাগল করছে,  কেউ হঠাৎ করে এই কম বয়সে সফলতার দেখা পাচ্ছে আবার কেউ কিছুই করতে  না পেরে খুব হতাশ হয়ে যাচ্ছে। 


কেউ এই বয়সেই পুরো সংসার চালাচ্ছে, কেউ খুব ফুর্তিতে জীবন কাটাচ্ছে। যাকে ছোট থেকেই উশৃংখল মনে হত সেও এই বয়সে খুব দায়িত্বশীল হয়ে যাচ্ছে। 


আবার যাকে ছোটবেলা থেকে খুব মেধাবী মনে হত, স্কুল কলেজ সবজায়গায় সেরাদের  কাতারে থাকত তারা অনেকের ভীরে হারিয়ে যাচ্ছে। 


আবার যাকে স্কুল বা মাদ্রাসার লাইফে কোন দামই দিতেন না।  সে এখন খুব ভালো পজিশনে আছে।  অল্পতে অনেক ভালো কিছু করে পেলেছে। অথচ তার থেকে আপনার যোগ্যতা কোন অংশেই কম ছিল না। 


খুব আজব এক সময় তাইনা এই ২২-২৮ বছর বয়সটা।😢

1 comment:

Deoband ne Islam ka Parcham Duniya me lehraya hai lyrics

Deoband ne Islam ka Parcham Duniya me lehraya hai lyrics     Deoband Ne Islam Ka Parcham Duniya Me Lehraya He... Zulm O Sitam K Daur K Andar...