রাসূলুল্লাহ ﷺ কুরবানীর পশু পছন্দ করতেন "সাদা"...💙
- ফয়সাল মাহমুদ
______________________________
রাসূলুল্লাহ ﷺ কুরবানীর পশু পছন্দ করতেন "সাদা"...💙
কুরবানী এলে গরু ক্রয়ের ক্ষেত্রে সৌন্দর্যকে প্রাধান্য দিতে আমাদের বাংলাদেশ বিশেষ করে চট্টগ্রামে লাল গরুকে বেশি প্রাধান্য দেওয়া হয়। বলা যেতে পারে ৯৯% লোকের প্রথম চাহিদা একটা লাল টুকটুকে একটা পশু/গরু। আসলে সৌন্দর্য বলতেই লাল পশু/গরু বা লাল গরু নিলে বিশেষ কোন ফজিলত অথবা নেকী হাসিল হবে এমন কিছু নেই। বরং হাদীসে অন্য কিছু পাওয়া যায়। তা আলোচনা করব অবশ্যই। কিন্তু সমাজে লাল গরু পছন্দের জন্য বিক্রেতারা গরুর দাম সর্বদা বাড়তি হাকাতে অভ্যস্ত। অনেক সময় দামের বনিবনা না হওয়ার দরুন পছন্দের পশু কিনতে হিমশিম খেতে হয় কুরবানী দাতার।
-
◾ লাল নয় রাসূলুল্লাহ ﷺ কুরবানীর জন্য সাদা পশু পছন্দ করতেন মর্মে হাদীস পাওয়া যায়।
মুসনাদে আহমাদ ৯৪০৪ নং হাদীসে হযরত আবু হুরায়রা রা. হতে ইরশাদ হচ্ছে,
قال رسول الله ﷺ: ❞دم عفراء أحب إلي من دم سوداوين-❝
রাসূলুল্লাহ ﷺ বলেন — ❝আমার কাছে সাদা পশুর কুরবানী দুইটি কালো পশুর কুরবানীর চেয়ে অধিক প্রিয়।❞
সুবহানাল্লাহ!
আবার আরেকটি হাদীস পাওয়া যায় যা,
ইমাম বাইহাকী কৃত সুনানে বাইহাকী এর ১৮৬৬ নং হাদীসে হযরত আবূ হুরাইরা রা.থেকে মারফূ সনদে বর্ণিত।
❞دم عفراء أحب إلى الله من دم سوداوين❝
রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন, ❝সাদা পশুর কুরবানী আল্লাহর কাছে দু'টি কালো পশুর কুরবানীর চেয়ে অধিক প্রিয়।❞
যা আল্লাহর নিকট প্রিয় তা অবশ্যই রাসূলুল্লাহ ﷺ এর প্রিয় হওয়ার কথা। উম্মতের জন্যও তা পছন্দীয় হওয়া অধিক উত্তম বিষয়।
এইভাবে অসংখ্য হাদীসের কিতাবে ভিন্ন ভিন্নভাবে হাদীস বর্ণিত আছে যেমন ইমাম জালালুদ্দীন সুয়ুতী রহ. এর আল জামিউল কাবিরে একটি হাদীস উল্লেখ করেন একই সনদে
❞دم شاة عفراء أفضل من دم شاتين سوداوين-❝
রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন — ❝সাদা ভেড়া কুরবানী দুইটি কালো পশুর কুরবানীর চেয়েও উত্তম বা আফজল।❞
সুতরাং বুঝা যায় রাসূলুল্লাহ ﷺ কুরবানীর জন্য সাদা গরু পছন্দ করতেন। এবং রাসূলুল্লাহ ﷺ এর পছন্দের সাথে উম্মতের পছন্দ মিলে গেলে হয়তো এতে বিশেষ বরকতও হাসিল হতে পারে।
-
◾ এইবার হাদীস থেকে দেখা যাক সাহাবীগণও রাসূলুল্লাহ ﷺ এর পছন্দকে নিজের পছন্দ মেনে নেওয়ার প্রমাণ ও রাসূলুল্লাহ ﷺ সাদা পশু কুরবানীর প্রমাণ:
সহীহ বুখারীর ৫৫৫৩ নং হাদীসে ইরশাদ হচ্ছে।
❞كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُضَحِّي بِكَبْشَيْنِ وَأَنَا أُضَحِّي بِكَبْشَيْنِ.❝
হযরত আনাস ইবনে মালিক রা. বলেন— ❝রাসূলুল্লাহ ﷺ দুইটি দুম্বা দিয়ে কুরবানী আদায় করতেন। আমিও কুরবানী আদায় করতাম দুইটি দুম্বা দিয়ে।
রাসূলুল্লাহ ﷺ যেমন করতেন সাহবীগণ তা যথাসাধ্য অনুসরণের চেষ্টায় থাকতেন এই হাদীসটি তার প্রমাণ বহন করছে।
সহীহ বুখারীর ঠিক পরের হাদীস ৫৫৫৪ নং হাদীসে ইরশাদ হচ্ছে।
❞أَنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم انْكَفَأَ إِلٰى كَبْشَيْنِ أَقْرَنَيْنِ أَمْلَحَيْنِ فَذَبَحَهُمَا بِيَدِه..❝
হযরত আনাস রা. থেকে বলেন—❝রাসূলুল্লাহ ﷺ দুইটি সাদা কালো রং এর শিংওয়ালা দুম্বার দিকে এগিয়ে গেলেন এবং নিজ হাত দিয়ে সে দুইটিকে জ বে- হ করলেন।❞
সহীহ বুখারীর ৫৫৫৮ নং হাদীসেও একই বর্ণনা পাওয়া যায়।
এইখানে সাদা-কালো বলতে অনেকটা গ্রে বা ধূসর রঙ বুঝানো হচ্ছে অথবা সাদা কালো দুইটি রঙের উপস্থিতি ছিল তা বুঝানো হচ্ছে।
-
উপরোক্ত আলোচনা থেকে অন্তত এটা বুঝা গেল রাসূলুল্লাহ ﷺ সাদা পশু পছন্দ করতেন এবং কুরবানীও দিতেন। এখন উম্মত যদি রাসূলুল্লাহ ﷺ এরসাথে মিল রেখে কুরবানী আদায় করে হয়তো কোন বরকতের মালিক হলে হতেও পারে। তার মানে এই না যে লাল গরুর কুরবানী দিলে বা অন্য রঙের পশু কুরবানী দিলে তা আদায় হবে না।
কিন্তু লাল রঙকে যেভাবে সৌন্দর্যের জন্য নির্দিষ্ট করা হচ্ছে তাতে আমাদেরই ক্ষতি বেশি হচ্ছে। এইজন্য আমাদের বাজারে সাদা পশুর উপস্থিতিও লাল পশুর চেয়ে নগন্য। কুরবানীর জন্য মূল কথা হচ্ছে, পশু যে রঙের হোক সুন্দর হওয়া চাই, চাই। কেননা হাদীসে রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন—
❞إِنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ...❝
❝নিশ্চয়ই আল্লাহ সুন্দর, এবং সুন্দরকে পছন্দ করেন।❞
-
যারা রাসূলুল্লাহ ﷺ এর পছন্দকে নিজের পছন্দ বানিয়ে পশু কিনতে চান তারা সাদা পশু অথবা সাদা সাদৃশ্য বাদামী, হাল্কা ধূসর রঙের পশু ক্রয় করতে পারেন।
মুস্তাফার আশেকদের শুধু মুস্তাফার একটা নজর প্রয়োজন। কোন কারণে জানি এই নজর পড়ে যায় তা মালিক ভালো জানেন। আশেক আশেকের কাজই করে যাবে।
আল্লাহ পাক সামর্থ্য অনুযায়ী সবাইকে কুরবানী আদায় করার তৌফিক নসিব করুক এবং রাসূলুল্লাহ ﷺ এর পছন্দের সাথে আমাদের পছন্দকে এক করুক। 💙