আসসালামু আলাইকুম ওয়া'রাহমাতুল্লাহী ওয়া'বারাকাতোহু ||
🌹 ━━━━🌹 ━━━━ 🌹 ━━━━ 🌹 ━━
সিয়াম এর উপকারিতা ও ফজিলত:------
১.আল্লাহর ওয়াস্তে রোজা রাখলে জাহান্নাম ১০০বছর দুরে সরে যায়।
২.রোজার প্রতিদান আল্লাহ নিজ হাতে দেন।
৩.রোজা ঢাল স্বরূপ।
৪.রোজা ও কুরআন কিয়ামতে সুপারিশ করবে।
৫. রমজানের রোজা এক বছরের গুনাহ মাফ করে দেয়।
৬. ঈমান রেখে সওয়াবের আশায় রমজানের রোজা রাখলে পিছেকার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়।
৭. রোজাদারদের মুখের দূর্গন্ধ আল্লাহর নিকট কস্তুরী অপেক্ষা সুগন্ধময়।
৮. রোজা মানুষকে পরহেজগার বানায়, সৎ লোক তৈরী করে।
৯. রোজাদারের দোআ কবুল হয়।
১০. রোজা বহু রোগ বিনাশ করে।
১১.'রাইয়ান' নামক জান্নাত লাভ হয়।
~~রোজা রাখি, ইহ-পরকালে উপকৃত হই!
♥রমজানের তাকীদপ্রাপ্ত আমল:---------
১.তারাবির নামাজ।এতে পিছেকার পাপ মাফ হয়ে যায়। ২. দান-খয়রাত। ৩.ইফতারী করানো। ৪.কুরআন তিলওয়াৎ। ৫.ই'তিকাফ। ৬.ওমরাহ করা(নবী স: এর সাথে হজ্বের সওয়াব। ৭.শেষ দশকে শবে-কদর অনুসন্ধান করা(বুখারী:২০২০) ৮.তওবা ইস্তিগফার করা।
~~~~সুবর্ণ সুযোগ! হারাবো না।
♥রোজা নষ্টের কারণ:---------------------
১.যৌন মিলন করা। ২.ইচ্ছাকৃত বীর্য পাত করা। ৩.ইচ্ছাকৃত পানাহার করা। ৪.স্যালাইন ইনঞ্জেকশন নেয়া। ৫.মহিলাদের ঋতুস্রাব হওয়া। ৬.ইচ্ছাকৃত বমি করা।
♥রমজান মাসের বৈশিষ্টাবলী:-------------
১.এই মাসে কুরআন অবতীর্ণ হয়।
২.একমাত্র এই মাসের নাম কুরআনে উল্লেখ আছে।
৩.এ মাসে একটি রাত্রি আছে, যা হাজার মাস অপেক্ষা শ্রেষ্ট।
৪.এ মাসে শয়তানদের বন্ধি রাখা হয়।
৫.এ মাসে জান্নাতের দরজা খোলে দেয়া হয়।
৬. এ মাসে জাহান্নামের দরজা সমূহ বন্ধ রাখা হয়।
৭. এ মাসের প্রত্যেক রাতে এক আহবানকারী আহবান করে,'হে মঙ্গলকামী অগ্রসর হও, হে মন্দকামী পিছে হটো'।
৮. এ মাসে একটি ওমরাহ নবী(স) এর সাথে হজ্বের সওয়াব পাওয়া যায়।
~~এ মাসের জন্য আল্লাহতালা এত কিছু প্রস্তুত রেখেছেন! আমরা কি প্রস্তুতি নিয়েছি?
♥নবী(স) বলেন, আল্লাহ বলেন, বনী আদমের সকল আমল তার জন্য,অবশ্য সিয়ামের কথা আলাদা, কেননা সিয়াম আমার জন্য এবং আমিই এর পুরস্কার দেব(সহি বুখারী:১৮০৫, ৫৫৮৩, মুসলিম:২৭৬০)।